বিনোদন ডেস্ক
প্রথমবারের মতো ঢাকায় এসে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। গত শনিবার রাজধানীর এক জমকালো অনুষ্ঠানে হাজির হয়ে তিনি দর্শকদের মুগ্ধ করেন। তবে অনুষ্ঠানের এক মুহূর্তে ঘটে যায় চমকপ্রদ ঘটনা।
মঞ্চে উপস্থাপক হানিয়ার সামনে প্রশ্ন রাখেন— “বলিউড কিং শাহরুখ খান নাকি ঢালিউড সুপারস্টার শাকিব খান, কাকে বেছে নেবেন?” প্রশ্ন শোনামাত্রই দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সবার দৃষ্টি তখন হানিয়ার দিকে।
অবশেষে হাসিমুখে হানিয়া উত্তর দেন— “শাকিব খান”। মুহূর্তেই হল জুড়ে শুরু হয় করতালি আর উচ্ছ্বাস।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কেউ বলছেন, হানিয়া কি সত্যিই শাকিবের ভক্ত, নাকি শুধু বাংলাদেশের দর্শকদের খুশি করতে এ কথা বলেছেন?
তবে ভিডিওতে হানিয়াকে আরও বলতে শোনা যায়— “আমার মনে হয়, আপনারা শাকিব খানকেই বেশি পছন্দ করেন।” অর্থাৎ শ্রোতাদের ভালোবাসাকে সম্মান জানিয়ে তিনি শাকিবের নাম বলেছিলেন।
যা-ই হোক, শাহরুখ হোক বা শাকিব— হানিয়া আমিরের এক কথায় ঢাকাই দর্শকদের মন জয় হয়েছে নিঃসন্দেহে।
মন্তব্য করার জন্য লগইন করুন!