BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুর জেলা প্রতিনিধি - ইমরান হক।। চাঁদপুরে হাঁকডাকে সরগরম হয়ে উঠছে ইলিশঘাট। ভরা মৌসুমে ধীরে ধীরে বাড়ছে ইলিশের সরবরাহ। আকারভেদে কেজি প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা কমেছে দাম। সুস্বাদু আর তাজা ইলিশ কিনতে দূর-দূরান্ত থেকে আসছে ক্রেতা। তবে চাহিদা অনুযায়ী নদীর তুলনায় সাগরে মিলছে বেশি ইলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চাঁদপুর বড় স্টেশন মাছঘাট গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগম চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাট। ভরা মৌসুমে ধীরে ধীরে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কমেছে কেজি প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা। গেল দুই সপ্তাহ ধরে গড়ে ২০০ থেকে ৪০০ মণ ইলিশ কেনা-বেচা হচ্ছে এই ঘাটে। সুস্বাদু আর তাজা ইলিশ কিনতে দূর-দূরান্ত থেকে ছুটে যান খুচরা-পাইকারি ক্রেতারা।বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকা, এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৬০০ থেকে ২৮০০ টাকা। আর এক কেজির নিচে ৭০০-৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ১৮০০ টাকা।এদিকে, চাঁদপুর থেকে জেলেদের কয়েকটি ট্রলার সাগরে গিয়ে পর্যাপ্ত ইলিশ পেয়েছে। প্রতি ট্রলারে ২ থেকে ২.৫ লাখ টাকা ব্যয়ে সাগর গিয়ে ৬ থেকে ১১ লাখ টাকার ইলিশ পেয়েছে বলছেন জেলেরা।