দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডার নাম বারবার খবরের শিরোনামে। যদিও তারা সবসময় বলেছেন, “আমরা বন্ধু”, সম্প্রতি আবারো প্রেম ও বাগদানের গুঞ্জন নতুন করে উঠেছে। একই সঙ্গে আলোচনায় এসেছে রাশমিকার প্রথম বাগদান ভাঙার ঘটনা।
ভারতীয় দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা দীর্ঘদিন ধরেই অনেকে ধরে রাখছেন প্রেমের জুটি হিসেবে। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমার রসায়ন দর্শকপ্রিয়তা অর্জন করেছিল। ব্যক্তিগত জীবনে এই রসায়ন নিয়ে গুঞ্জনও সৃষ্টি হয়েছে।
৩ অক্টোবর ভারতীয় গণমাধ্যমে খবর ছড়ায় যে, ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিজয় ও রাশমিকা বাগদান করেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে তারা কিছু বলেননি।
রাশমিকার প্রথম বাগদান ছিল কন্নড় অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে। ২০১৭ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্ক তৈরি হয়। তবে বছরের মধ্যেই বাগদান ভাঙে। পরে নানা গুঞ্জন ছড়ায়— রাশমিকার জীবনে বিজয়ের আগমন কি সেই ভাঙনের কারণ ছিল?
রাশমিকা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “রক্ষিতের সঙ্গে ব্রেকআপের ধকল কাটিয়ে উঠার সময় আমার কারও যত্ন প্রয়োজন ছিল, যা বিজয় দেবরকোন্ডা আমাকে দিয়েছেন। আমি আমার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখেছি এবং বিজয় আমাকে সাহস দিয়েছেন।”
২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমার প্রচারে অতীত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে বিজয় সাংবাদিকদের থামিয়ে দেন এবং বলেন, “এটি এমন বিষয় নয়, যা নিয়ে কথা বলা উচিত।”
বাগদান ভাঙার পর রাশমিকার বিরুদ্ধে ট্রোলিংও হয়েছিল। কিন্তু রক্ষিত স্থির থেকে বলেন, “রাশমিকাকে নিয়ে যা বলা হচ্ছে, তার জন্য কাউকে দোষ দিচ্ছি না। তবে আমি তাকে ভালো জানি। অনুরোধ করছি, তাকে শান্তিতে থাকতে দিন।”
রাশমিকা মান্দানা ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জিতে আলোচনায় আসেন। ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘চালো’, ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘পুষ্পা’— সব সিনেমায় তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘কুবেরা’ সিনেমায় তার সহ-অভিনেতা ছিলেন ধানুশ। আগামী মাসগুলোতেও তার হাতে রয়েছে একাধিক বড় বাজেটের সিনেমা। রাশমিকা আজ দক্ষিণী চলচ্চিত্রের আলোচিত মুখ। ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্থান-পতন, সম্পর্কের গল্প— সব মিলিয়ে তিনি অনুপ্রেরণার নাম। বিজয়ের সঙ্গে তার সম্পর্ক বিয়েতে রূপ নেবে কি না, সেটাই এখন দেখার বিষয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!