দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হয়েছে সিলন টির বিশেষ আয়োজন ‘মহানায়কের গান’ সিজন ২-এর দ্বিতীয় গান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গানটি দেখা যাচ্ছে সিলন টির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ও বুলবুল আহমেদ অভিনীত দেবদাস চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘জনম জনম ধরে প্রেম পিয়াসী’ নতুন আঙ্গিকে হাজির হয়েছে দর্শকের সামনে।
সিজন ২-এর ছয়টি গানে কণ্ঠ দিয়েছেন মহানায়ক বুলবুল আহমেদের কন্যা তাহসিন ফারজানা তিলোত্তমা। এর আগে গত ৪ সেপ্টেম্বর তার বাবার জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছিল প্রথম গান ‘দুটি মন যখন কাছে এলো’ (সঞ্জিনী চলচ্চিত্র থেকে), যা ইতোমধ্যে দর্শকের প্রশংসা কুড়িয়েছে।
সিজন ২-এর বিশেষ আয়োজনে আরও থাকছে— ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’, ‘আবার দুজনে দেখা হলো’ এবং ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়’ গানগুলো।
মন্তব্য করার জন্য লগইন করুন!