অ্যাকশন থ্রিলার ‘ওয়ার টু’ বক্স অফিসে ব্যর্থ হওয়ার দায় নিজের কাঁধে নিয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। সামাজিক মাধ্যমে অকপটে জানালেন, চলচ্চিত্রটির সময় তিনি ভেতর থেকে অস্বস্তিতে ভুগছিলেন, যা প্রভাব ফেলেছে তার অভিনয়ে।
বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন এবার খোলাখুলিভাবে স্বীকার করলেন নিজের ব্যর্থতা। সম্প্রতি মুক্তি পাওয়া তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার টু’ বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী ফল আনতে পারেনি। সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ৩৬৪ কোটি রুপি, যেখানে বাজেট ছিল প্রায় ৪০০ কোটি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হৃতিক সামাজিক মাধ্যমে একটি পোস্টে লেখেন, ‘ওয়ার টু’-এর প্রধান চরিত্র ‘কবির’-এ অভিনয় করা তার কাছে খুব সহজ মনে হয়েছিল। চরিত্রটি এতটাই পরিচিত মনে হয়েছিল যে, তিনি ভেবেছিলেন সহজেই কাজটি সম্পন্ন হবে। কিন্তু শুটিং চলাকালীন সময় ভেতরে এক ধরনের অস্বস্তি ও অনিশ্চয়তা কাজ করছিল, যা তিনি উপেক্ষা করেছিলেন।
তিনি আরও জানান, হয়তো শৈল্পিক চ্যালেঞ্জের অভাব বোধ করেছিলেন, যা তার অন্য চলচ্চিত্রগুলোর মতো তাকে অনুপ্রাণিত করতে পারেনি। এই স্বীকারোক্তি সামাজিক মাধ্যমে ভক্তদের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। তারা হৃতিকের সততা ও আত্মসমালোচনাকে প্রশংসা করেছেন।
উল্লেখ্য, ‘ওয়ার টু’ পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। সিনেমার প্রথম কিস্তি ‘ওয়ার’ (২০১৯) বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছিল, কিন্তু সিক্যুয়েলটি সেই সাড়া তুলতে পারেনি।
মন্তব্য করার জন্য লগইন করুন!