চলতি প্রজন্মের আলোচিত অভিনেত্রী স্বস্তিকা দত্ত ব্যস্ত নতুন সিনেমা “খুঁজেছি তোকে রাত বেরাতে”–র শুটিং নিয়ে। গৌরব চক্রবর্তী ও অনিন্দ্য সেনগুপ্তর সঙ্গে এই ছবিতে রয়েছেন তিনি। সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী খোলাখুলি বলেছেন নিজের ক্যারিয়ার–ভাবনা আর ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে।
১৪ বছরের অভিনয়জীবনে নানা রকম চরিত্রে কাজ করেছেন স্বস্তিকা। ছোট পর্দায় নায়িকা হিসেবে জনপ্রিয় হলেও বড় পর্দায় খলনায়িকার চরিত্রে অভিনয় করেই তিনি সমান প্রশংসা কুড়িয়েছেন। তাই একঘেয়ে চরিত্রে কাজ করতে একেবারেই আগ্রহী নন তিনি।
নায়িকাদের টিকে থাকতে খোলামেলা পোশাক ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়—এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্পষ্ট জবাব দেন স্বস্তিকা। তিনি বলেন, “ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করব, তবে আগে নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করেই। চিত্রনাট্যে সত্যিই সেই দৃশ্যের প্রয়োজন থাকলে তবেই রাজি হব।”
মিমি চক্রবর্তীর উদাহরণ টেনে তিনি বলেন, “মিমিদি ‘রক্তবীজ ২’-এ বিকিনি পরে অভিনয় করেছেন। তিনিও আগে নিজেকে তৈরি করেছিলেন। আমিও ঠিক সেভাবেই প্রস্তুতি নেব।”
অভিনয়কে পেশা হিসেবে দেখলেও চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে স্বস্তিকা চান বৈচিত্র্য। তাই দর্শকরা সামনে আরও ভিন্নধর্মী চরিত্রে তাঁকে দেখতে পাবেন বলেই আশা।
মন্তব্য করার জন্য লগইন করুন!