স্টাফ রিপোর্টার - ইমরান হক।।
চাঁদপুরের পুরান বাজারের জাফরাবাদ ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া এমদাদিয়া (দাওরায়ে হাদিস) মাদ্রাসার নবগঠিত পরিচালনা পরিষদের পরিচিতি সভা ও ফিলি*স্তিনির নির্যা*তিত মুসলমানদের জন্য দোয়ার আয়োজন করা হয়।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে মাদ্রাসার মাঠে অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি সংগ্রামী সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এ সময় তিনি বলেন, এদেশের ৯০ ভাগ মানুষ মুস*লমান তাই আমাদের এই মুসলমানের অনুভূতিতে যারা আ*ঘাত করবে এবং ফিলি*স্তিনের মুসলিম ভাই-বোন ও শিশুদের উপর ইজ*রাই*লি হামলার তীব্র নিন্দা ও প্রতি*বাদ জানাই এবং মহান রবের কাছে তাদের রক্ষার জন্য দোয়া কামনা করছি। আমাদের স্বাধীনতার ৫৩ বছর পর বাংলাদেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের লোকেরা যেভাবে মিলেমিশে বসবাস করছে পৃথিবীর কোন দেশে এমন নজির নেই।তারপরেও আমাদের পার্শ্ববর্তী একটি দেশ যেখানে ২০ কোটি মুসলমান বসবাস করে তাদের উপর কিভাবে তারা নির্যা*তন করছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সে সকল মুস*লমান ভাইদের জন্য ও দোয়া কামনা করছি।
উক্ত মাদ্রাসার সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব শেখ হারুনুর রশিদের সন্তান, শেখ আবু ইউছুফ এমরানের সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা জাফর আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পৌর বিএনপি'র সভাপতি আক্তার হোসেন মাঝি। এছাড়া উক্ত অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ জিন্না পাটোয়ারী, আলহাজ্ব শহীদুল ইসলাম শেখ, আলহাজ্ব রফিক মল্লিক, সৈয়দ আহমদ, আনোয়ার হাওলাদার, আক্তার হোসেন সাগর বেপারী, মুফতি মোহাম্মদ আল আমিন ও মোস্তফা জাভেদসহ এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে আলহাজ্ব শেখ হারুন অর রশিদ কে পুনরায় সভাপতি রেখে এবং আলহাজ্ব শাহজালাল শেখকে সাধারণ সম্পাদক করে উক্ত প্রতিষ্ঠানের নবগঠিত পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করা হয়। এর পূর্বে প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিকসহ নেতৃবৃন্দরা জাফরাবাদ এমদাদিয়া মাদ্রাসার সভাপতি ও শিল্পপতি শেখ হারুনুর রশিদের নিজ অর্থায়নে গড়ে তোলা তার বাড়ির পাশে একটি গণ কবরস্থানের উদ্বোধন করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!