এইচ এম আরিফ।।
১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস ও এবং নবীকরিম (দ)র ৩০তম পবিত্র বংশধর, তরীকায়ে মাইজভান্ডারীয়ার দিকপাল, শায়খুল ইসলাম, ইমামে আহলে সুন্নাত, হুযুর গাউসুল ওয়ারা, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (কঃ)'র পবিত্র চন্দ্রবার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে খলিফা শাহ মোহাম্মদ মুনির হাসান এর উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) ১৭ রমজান চাঁদপুর শহরের বাহের খলিশাডুলী খলিফা শাহ মোহাম্মদ মুনির হাসানের বাড়িতে এই ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। ইফতার ও দোয়ার পূর্বে বদর দিবস ও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (কঃ)'র পবিত্র চন্দ্রবার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনায় খলিফা শাহ মোহাম্মদ মুনির হাসান বলেন প্রিয় নবিজীর (দ.) প্রতি সাহাবীদের (রাঃ) ছিল অকৃত্রিম ভালোবাসা। রাসুলে পাকের (দ) জন্য জীবন দিতেও তারা দ্বিধাগ্রস্থ হন নি। যখন মুসলিমদের ওপর কাফিররা জোরপূর্বক অসম এক যুদ্ধ চাপিয়ে দিল, তখন নিজেদের জীবনকে তুচ্ছ করে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বদর প্রান্তরে নিজেদের রক্ত ঝরিয়েছেন তারা। অস্ত্রে সুসজ্জিত ১০০০ কাফির সৈন্যদের বিরুদ্ধে মুসলিমরা ছিলেন মাত্র ৩১৩ জন। বাহ্যিক ভাবে মুসলিম বাহিনীর শক্তি কম হলেও সাহাবীদের (রাঃ) ঈমানী দৃঢ়তা ও নবী প্রেমই ছিল বদর যুদ্ধ বিজয়ের মূল শক্তি। মহান আল্লাহ্ তা'য়ালার বিশেষ সহায়তায় প্রিয় নবিজীর (দ) নেতৃত্বে মুসলিম বাহিনী ইসলামের এ প্রথম যুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করে।
তিনি আরো বলেন ১৭ রমজানের এই মহিমান্বিত দিবসে পৃথিবী থেকে পর্দা করেন, শায়খুল ইসলাম, ইমামে আহলে সুন্নাত হযরত সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (কঃ)। তিনি সমগ্র বিশ্বে 'তরিক্বা-এ-মাইজভাণ্ডারীয়া'র প্রচার প্রসারের পাশাপাশি শান্তি, সম্প্রীতির জন্য কাজ করেছেন। জাতিসংঘ, ইউনেস্কোসহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক পরিমন্ডলে প্রিয় নবিজী (দ) এর আদর্শ ও ভালোবাসার বাণী প্রচার করেছেন। বাংলাদেশে বৃহৎ পরিসরে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ) উদযাপনের দরজা উম্মুক্ত করেছেন। শোহাদা-এ-কারবালা মাহ্ফিলকে দেশে ও প্রবাসে ছড়িয়ে দিয়ে, আহলে বায়তে রাসুলগণের ভালোবাসাকে সমুন্নত করেছেন। অগণিত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠান, খানকাহ্ শরীফ স্থাপন করে শিক্ষা ক্ষেত্রে, তাসাউফ চর্চায় অবিস্মরণীয় অবদান রেখেছেন।মানবতার কল্যাণে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছেন। বর্তমানে তারই উত্তরসূরী নবী বংশের ৩১ তম আওলাদ মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া রহমান মনজিলের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী মনবতার কল্যাণে সকল কাজ গুলো চলমান রেখেছেন, বাবার স্বপ্ন গুলো ও সুন্নিয়াতের মান সমুন্নত রাখতে দেশ ও দেশের বাহিরে কাজ করে যাচ্ছেন।
এই সময় উপস্থিত ছিলেন খলিফা মাকসুদ রহমান, খলিফা মালেক, জিন্না, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য মাইনুল ইসলাম দুল, মেহেদ হাসান, সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।
মন্তব্য করার জন্য লগইন করুন!