মতলব দঃ প্রতিনিধিঃমতলব দঃ উপজেলার নারায়ণ পুর বাজারে র উত্তর গলিতে সরকারের নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করছেন ঐ বাজারের ব্যাবসায়ী উজ্জল সওদাগর।তিনি আষাঢ় মাসের প্রথম দিক থেকে এ পরযন্ত তার দোকানে এ জাল গুলো বিক্রি করছেন। মৎস্য অফিস কে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে এগুলো বিক্রি করছেন। সরকারের নিষিদ্ধ কারেন্ট জাল কেন বিক্রি করছেন তা জানতে চাইলে বলেন, মাঝে মাঝে এনে অল্প অল্প জাল বিক্রি করি।গরীব মানুষ কি করবো।উপজেলা মৎস্য কর্ম কর্তা বিজয় কুমার দাস বলেন, কারেনট জাল বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ, কেহ এই জাল বিক্রি করে থাকলে তার বিরুদ্ধে অবশ্য ই আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!