মোঃ সামিন বখশ সাদী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও), 'ক্যাডেট ইনসেন্টিভ অ্যাওয়ার্ড' পেয়ে দেশসেরা ক্যাডেট হিসেবে স্বীকৃতি পেয়েছেন। গত ৩ মার্চ রবিবার বিএনসিসি একাডেমিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিএনসিসি মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান, এনডিসি, পিএসসি তাকে সার্টিফিকেট ও স্কলারশিপ প্রদান করেন।
সাদী বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের আন্ডার অফিসার (সিইউও) এবং ময়নামতি রেজিমেন্টের ৯ বিএনসিসি ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত "আলফা (এ)" কোম্পানির ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই অর্জনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সাদী বলেন, "আলহামদুলিল্লাহ, বিএনসিসির সাথে অনেক বছর পথচলার পর বিএনসিসি ডিজি মহোদয় কর্তৃক আমাকে এই অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করায় আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি এবং আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি।"
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন কমান্ডার সেকেন্ড ল্যাফটেন্যান্ট বিএনসিসি অধ্যাপক ড. শামিমুল ইসলাম বলেন, "এটা নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি প্লাটুনের জন্য একটা বড় অর্জন। সেরা ক্যাডেটদের মধ্যে একজন নির্বাচিত হওয়ায় নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং এই ধারা আমাদের চলমান থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেটে যারা যুক্ত আছেন তাদের এই অর্জন থেকে অনুপ্রেরণা নিয়ে উদ্যমী হওয়ার জন্য আহ্বান।"
মন্তব্য করার জন্য লগইন করুন!