সহজ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে ইংরেজি ভাষাচর্চার সুযোগ দিতে ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাবের সেশন ও কার্যক্রমে অংশ নিয়ে ইংরেজি দক্ষতা বাড়াচ্ছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনের মধ্যে আছে সেমিনার, কর্মশালা, সাপ্তাহিক স্পিকিং প্র্যাকটিস, রিডিং প্র্যাকটিস, কুইজ, রাইটিং কম্পিটিশন। এছাড়া দলবদ্ধ আলোচনা, বিতর্ক ও আড্ডার মতো কার্যক্রমও নিয়মিত করা হয়। লক্ষ্য শিক্ষার্থীদের ধারাবাহিক অনুশীলনে রাখা এবং ইংরেজিতে আত্মবিশ্বাস গড়ে তোলা।
প্রথমে ইংরেজিতে একটি পূর্ণ বাক্য বলতেও অনেকে দ্বিধা করতেন। নিয়মিত অংশগ্রহণে তা কমেছে। শুধু ভাষার দক্ষতা নয়, নেতৃত্ব, পাবলিক স্পিকিং ও আত্মবিশ্বাস গড়ে ওঠার ক্ষেত্রেও সাহায্য করছে ক্লাব। ক্লাবের প্রতিষ্ঠাতা মো. আলিম উদ্দিন বলেন, “আমাদের ক্লাব শুধু ভাষা শেখার প্ল্যাটফর্ম নয়, এটি ব্যক্তিত্ব উন্নয়নের ক্ষেত্রও। এখানে সবাই সমানভাবে অংশ নিতে পারে এবং ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখা হয়। জাতীয় ও আন্তর্জাতিক বিষয়েও আলোচনা হয়।”
একাডেমিক পড়াশোনা, গবেষণা, চাকরি বা আন্তর্জাতিক যোগাযোগ—সবক্ষেত্রেই ইংরেজির গুরুত্ব অনুভব করেন শিক্ষার্থীরা। আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ক্লাবটি ভবিষ্যতে জাতীয় পর্যায়ে ইন্টার ইউনিভার্সিটি ইংলিশ স্পিকিং কম্পিটিশন, আইইএলটিএস সেমিনার এবং ইংলিশ অলিম্পিয়াড আয়োজনের পরিকল্পনা করছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!