মোঃ মাসুম পারভেজ ।। মানবজাতি ও জীববৈচিত্র্য সহ পৃথিবীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে জলবায়ু দূষণ। আর এই জলবায়ু দূষণ রোধে সকলকে সচেতনতার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের মাঝে সময়ের এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন চাঁদপুর শহরের নতুন বাজার আহমদীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার কর্তৃপক্ষ।
ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের সুযোগ্য প্রিন্সিপাল মাওলানা মোঃ মাসুম বিল্লাহ মজুমদার এর সভাপতিত্বে, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক, প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক প্রতিযোগিতার মডারেটর মোঃ ইকবাল হোসেন পাটোয়ারীর সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী অধ্যাপক মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মোহাম্মদ আলী জিন্নাহ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন এই প্রতিযোগিতা ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে এবং সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
এজন্য সভা, সেমিনার সহ আজকের এই বিতর্কের মত আয়োজন বড় ধরনের ভূমিকা রাখবে।
পরিবেশের সমতা রক্ষায় একটি গাছ কাটলে সেখানে নতুন করে আরও পাঁচটি গাছ রোপন করতে হবে। তিনি আরও বলেন মাদ্রাসায়ও লেগেছে আধুনিকতার ছোঁয়া, ফলে কালচারাল অনুষ্ঠানে স্কুল কলেজের পাশাপাশি তারাও পিছিয়ে নেই। এর ধারাবাহিকতা রক্ষা করলে তোমরা সহ এ প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যাবে। পরিশেষে প্রতিযোগিতায় অংশ অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী বৃন্দ, মডারেটর সহ বিচারকবৃন্দ সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রধান অতিথির বক্তব্য শেষ করেন।
উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন

সহকারি অধ্যাপিকা সিফাতুন নাহার। সহকারী অধ্যাপিকা সুলতানা আক্তার। সহকারি অধ্যাপক জহিরুল ইসলাম। সিনিয়র সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, আরবি প্রভাষক মাওলানা মোঃ ফজলুর রহমান।
বিচারক মন্ডলীগন হলেন ,
সহকারি অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ, সহকারী অধ্যাপক শেফাতুন নাহার,সহকারি শিক্ষিকা শামিমা নাসরিন।
টাইম কিপারের দায়িত্বে ছিলেন সহকারি শিক্ষক মোঃ আমিনুল ইসলাম।
প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিল জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী বিশ্বের উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র।
প্রতিযোগিতায় বিষয়ের উপর পক্ষে যুক্তি তর্ক পেশ করেন, মিম আখতার, নুসরাত জাহান নিশি, আয়েশা সিদ্দিকা নাজা।
বিপক্ষে যুক্তি তর্ক তুলে ধরেন,
মোঃ তাহসিন মোঃ হানজালা ও মোঃ আশিকুর রহমান।
বিষয়ের উপর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে বিজয়ী হন পক্ষদল।
বিজয়ী পক্ষ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অনুষ্ঠানের সকল নেতৃবৃন্দ।
মন্তব্য করার জন্য লগইন করুন!