২০০৬ সালের নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ ১৯ বছরে পেরিয়েছে বহু উত্থান–পতন, জয়–পরাজয়। আর আজ (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশের ২০০তম টি-টোয়েন্টি। কাকতালীয়ভাবে এই ম্যাচেই নির্ধারিত হবে বাংলাদেশ এশিয়া কাপে টিকে থাকবে কি না।
মাইলফলক মানেই অনুপ্রেরণা
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে মাইলফলক স্পর্শ করা ম্যাচগুলো বরাবরই রঙিন স্মৃতি বয়ে এনেছে।
শততম ওয়ানডে (২০০৪): ঢাকায় ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয়, ম্যাচসেরা মাশরাফি বিন মুর্তজা।
২০০তম ওয়ানডে (২০০৯): ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়, অলরাউন্ড পারফরম্যান্সে উজ্জ্বল সাকিব আল হাসান।

শততম টেস্ট (২০১৭): কলম্বোয় শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ, তামিম ইকবাল করেন ম্যাচজয়ী ৮২ রান।
শততম টি-টোয়েন্টি (২০২১): জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটে সহজ জয়, ম্যাচসেরা সৌম্য সরকার।
এসব উদাহরণ দেখাচ্ছে, প্রতিটি বড় মাইলফলকেই লড়াই জিতে উজ্জীবিত হতে পেরেছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচেও সেই অনুপ্রেরণা নতুন শক্তি যোগাতে পারে।
সংখ্যার খেলা
এখন পর্যন্ত ১৯৯ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ৭৯টি, হার ১১৫টি। আজ জিততে পারলে ৮০তম জয়ের পাশাপাশি জায়গা হবে ২০০ ম্যাচ ক্লাবে।
পাকিস্তান (২৭৪ ম্যাচ, ১৫৬ জয়)
ভারত (২৪৯ ম্যাচ, ১৬৬ জয়)
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার পর আজ যোগ দেবে বাংলাদেশ।
প্রতিপক্ষ আফগানিস্তান খেলেছে ১৪৭ ম্যাচ, জিতেছে ৯০টিতে।
আজকের ম্যাচ শুধু এশিয়া কাপে টিকে থাকার নয়, বরং ইতিহাস গড়ার আরেকটি সুযোগ। মাইলফলক স্পর্শের দিনে অতীতের মতো জয় পেলে বাংলাদেশ ক্রিকেটে নতুন মাত্রা যোগ হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!