অক্টোবরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য যুক্তরাষ্ট্র সফরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ, ফিরেছেন দুই তারকা।
অক্টোবরের আন্তর্জাতিক বিরতিকে সামনে রেখে নতুন চমক দেখালেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বেশ কয়েকজন নতুন খেলোয়াড়কে।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রেসিং ক্লাবের গোলরক্ষক ফাকুন্দো ক্যমবেসেস, রিভার প্লেটের তরুণ ডিফেন্ডার লাউতারো রিভেরো এবং ব্রাজিলের পালমেইরাসের মিডফিল্ডার আনিবাল মোরেনো। সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে আলোচনায় থাকা মোরেনো এবার প্রাপ্য স্বীকৃতিই পেলেন।
দলে সুখবর হিসেবে ফিরেছেন এনজো ফের্নান্দেজ ও মার্কোস সেনেসি। চেলসি মিডফিল্ডার এনজো শাস্তির কারণে আগের ম্যাচে খেলতে পারেননি। আর বোর্নমাউথ ডিফেন্ডার সেনেসি দীর্ঘ বিরতির পর ফিরলেন জাতীয় দলে। এর আগে তিনি খেলেছিলেন ২০২২ সালে এস্তোনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে।
এছাড়া নিশ্চিত করা হয়েছে পালমেইরাসের ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল (ফ্লাকো) লোপেসের অবস্থান। তিনি গত বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ডাবল হেডারে ডাক পেয়েছিলেন, এবারও রেখেছেন স্কালোনি।
মন্তব্য করার জন্য লগইন করুন!