ব্যাট হাতে বিধ্বংসী আর বল হাতে শুরুর ধাক্কায় প্রতিপক্ষকে গুটিয়ে দিলেন সাকিব আল হাসান। তার অলরাউন্ড নৈপুণ্যে মাইনর লিগে বাল্টিমোর রয়্যালসকে ৯১ রানে হারিয়েছে আটলান্টা ফায়ার।
মাইনর লিগের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে আটলান্টা ফায়ার। শুরুটা ভালো না হলেও দ্বিতীয় উইকেটে ঋষি পান্ডে ও পল পালমার দলকে উদ্ধার করেন। পান্ডে খেলেন ৬৬ রানের ইনিংস, পালমার যোগ করেন ২৬ বলে ৩০ রান।
শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন সাকিব আল হাসান ও জাহামার হ্যামিল্টন। ১৬তম ওভারে নামা সাকিব প্রথম বাউন্ডারির দেখা পান সপ্তম বলে। শেষ ওভারে আদিল ভাট্টির বিপক্ষে টানা দুটি চার ও দুটি ছক্কায় তুলেন ২২ রান। শেষ পর্যন্ত ১৬ বলে ৩০ রানে অপরাজিত থেকে দলকে ২০ ওভারে ১৭৫ রানে পৌঁছে দেন তিনি।
জবাবে বাল্টিমোর রয়্যালস শুরু থেকেই চাপে পড়ে যায়। ওপেনার অগ্নি চোপড়া ছাড়া কেউ দুই অঙ্কে যেতে পারেননি। শুরুতেই আঘাত হানেন সাকিব। ইনিংসের প্রথম বলেই মুক্তার আহমেদকে ফেরান তিনি। পরের ওভারে কুনওয়ারজিত সিংকেও আউট করেন এই বাঁহাতি স্পিনার। নিজের শেষ ওভারে আদিল ভাট্টিকে আউট করে প্রতিপক্ষের ইনিংসের ইতি টানেন সাকিব।
৩.১ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। পাশাপাশি ব্যাট হাতে খেলেন ৩০ রানের ঝড়ো ইনিংস। ব্যাট-বল দুয়োরই নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাকিব আল হাসানের হাতে।
স্কোর সংক্ষেপে:
আটলান্টা ফায়ার: ১৭৫/৪ (২০ ওভার) — ঋষি পান্ডে ৬৬, সাকিব ৩০*, পল পালমার ৩০
বাল্টিমোর রয়্যালস: ৮৪ (১৫ ওভার) — সাকিব ৩/৬, আনশ প্যাটেল ৪ উইকেট
ফল: আটলান্টা ফায়ার জয়ী ৯১ রানে
মন্তব্য করার জন্য লগইন করুন!