BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আন্তর্জাতিক ডেস্ক:কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে উদ্ভূত যুদ্ধাবস্থা সামাল দিতে ভারত ও পাকিস্তানকে আলোচনার টেবিলে বসিয়ে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে আনতে সক্ষম হয়েছিল যুক্তরাষ্ট্র। টানা ৪৮ ঘণ্টা কূটনৈতিক দেন-দরবার শেষে শনিবার (১০ মে) সন্ধ্যায় যুদ্ধবিরতি কার্যকর হয়।কিন্তু সেই শান্তি টিকল মাত্র কয়েক ঘণ্টা। রোববার (১১ মে) সকালেই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে দুই প্রতিবেশী দেশ।আল জাজিরা ও দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, ভোরে এক বিবৃতিতে পাকিস্তান জানায়, তারা ভারতের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এর আগেই ভারতের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতির শর্ত ভেঙে গোলাগুলি শুরু করেছে। পাল্টা জবাবে ভারতীয় বাহিনীও সক্রিয় হয় বলে দাবি করা হয়।এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতের দিক থেকেই যুদ্ধবিরতি ভঙ্গের ঘটনা ঘটেছে। তবে পাকিস্তানি বাহিনী পরিস্থিতি শান্ত রাখতে সর্বোচ্চ সংযম দেখাচ্ছে।