BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, সাম্প্রতিক সময়ে পেশাগত দায়িত্ব পালন ও সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর একের পর এক হামলা হচ্ছে। এর মধ্যে সময় টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ, যমুনা টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আয়ুব খান হামলার শিকার হয়েছেন। এছাড়া বাগেরহাটে দৈনিক ভোরের চেতনার নিজস্ব প্রতিবেদক হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।