BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মোঃ জুয়েল রানাঃ চাঁদপুরের কচুয়ায় স্বেচ্ছাশ্রমে পালাখাল -গোলবাহার সড়কের ভূঁইয়ারা অংশে ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন ভূঁইয়ারা মানবসেবা ফাউন্ডেশনের সদস্যরা। শুক্রবার সকালে মানবসেবা ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে সংগঠনের সকল সদস্য স্বেচ্ছায় এই ভাঙা রাস্তাটি মেরামত করেন। ঘন বৃষ্টিপাতে সড়কের দুই পাশের গাইড ওয়াল হেলে পড়ার কারনে রাস্তাটি ভেঙ্গে পুকুরে তলিয়ে গেছে। যার ফলে প্রায় সময় ই এখানে দুর্ঘটনার শিকার হয় অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহন।ভাঙ্গা রাস্তাটি নিয়ে বেশ কয়েকবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলেও সরকার ও স্থানীয় জনপ্রতিনিধি কেউ এগিয়ে আসেনি রাস্তাটি সংস্কারের কাজে। দীর্ঘ সময় অপেক্ষার পর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভূঁইয়ারা মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ কবির হোসেনসহ সকল সদস্যরা রাস্তাটি মেরামতের জন্য উদ্যোগ গ্রহণ করেন। রাস্তাটি মেরামত করার ফলে কয়েক গ্রামের মানুষের যাতায়াতের কষ্ট দুর হয়েছে। যার ফলে সংগঠনটি সকলের নিকট প্রশংসায় ভাসছেন।