BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
নিজস্ব প্রতিবেদকবিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা ক্রমেই বাড়ছে। এর প্রভাব থেকে রেহাই পায়নি বাংলাদেশও। চলতি বছরের শুরুতে ঢাকার বাতাস তুলনামূলকভাবে মাঝারি পর্যায়ে থাকলেও আজ সকালে আবারও রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানিয়েছে, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ১৬৩। যা ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে পড়ে।তালিকায় আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর পাকিস্তানের লাহোর (স্কোর ১৮৬)। দ্বিতীয় অবস্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা (স্কোর ১৮০), তৃতীয় স্থানে ভারতের কলকাতা (স্কোর ১৬৫)। এরপরই চতুর্থ স্থানে রয়েছে ঢাকা।