BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
উপযোগিতা:১. যে সকল লোকের চুল কালো ও পেশীতন্তু দৃঢ়, যারা দুর্বল, সোরা দোষ দুষ্ট, গায়ের চামড়া হলদে ও মলিন, যাদের শ্বাসযন্ত্র ও মুত্রযন্ত্র সংক্রান্ত পীড়া হবার প্রবণতা থাকে তাদের পক্ষে উপযোগী। (ডাঃ এলেন)২. পুরাতন বাত, সন্ধি প্রদাহ এবং পক্ষাঘাতিক রোগে উপযোগী (ডাঃ বোরিক)।কারণ:বহুদিন স্থায়ী শোক দুঃখ, চাপা মনে কষ্ট বিরক্তি, নৈরাশ্য ও দুশ্চিন্তাজনিত মানসিক ও অন্যান্য উপসর্গ। নিদ্রাহীনতা ও রাত্রি জাগরণ, উদ্ভেদ লোপ হইয়া রোগ, আকষ্মিক উত্তেজনা, ভয়, আতঙ্ক, আশংকা বা উৎকণ্ঠা, দুঃসংবাদ, দুশ্চিন্তা, আবেগ থেকে অসুস্থতা, আনন্দের মন্দ ফল। মেরুদন্ডে, মস্তিষ্কে, মনে আঘাত লাগিবার পর পক্ষাঘাত। শীতকালের ঠান্ডা বাতাস লেগে বিভিন্ন রোগ যেমন- কাশি, স্বরভঙ্গ, মুখের একদিকের প্যারালাইসিস, সায়েটিকা, বাতের ব্যথা ইত্যাদি রোগে আক্রান্ত হতে পারে।মানসিক লক্ষণ: ভয়ের সহিত মানসিক উৎকন্ঠা এই ওষুধের একটি প্রবল লক্ষণ। বিনা কারনে বা সামান্য কারনে প্রাণ ভয়ে ব্যাকুল হইয়া উঠে মনে হয় কি জানি কি ঘটিবে। অজানিত ভয়ের আশংকায় ভীত চিত্ত। এই সকল মানসিক লক্ষণ রাতে বৃদ্ধি পায়। সন্ধ্যার প্রাক্কালে তাহার সকল কষ্টের বৃদ্ধি, তাই রাত আসার ভয়ে ভীত হয়, অনেক দিন ভুগিয়া ভুগিয়া উম্মত্ততার দিকে গেলে এই ওষুধ অনেক রোগীকে আরোগ্য করিয়াছে। রোগের বিষয় চিন্তা করিলে বৃদ্ধি, অন্যের দুঃখে অতিশয় সহানুভূতি প্রকাশ করে। কষ্টিকামের রোগী বড়ই বিষন্ন প্রকৃতির। কিছুতেই তাহার মনকে প্রফুল্ল করা যায়না। সংসার তাহার নিকট নৈরাশ্যজনক মনে হয়। ভবিষ্যতের অমঙ্গল চিন্তায় সর্বদাই উদ্বিগ্ন। সে মনে করে যে, তাহার ব্যাধি আরোগ্য হইবে না। তাহার মৃত্যুই হইবে। কষ্টিকামের রোগী অস্থির প্রকৃতির। বাচ্চারা প্রশ্নের উত্তর দেয়ার সময় প্রথমে পুনরাবৃত্তি করে তারপর উত্তর দেয়।দীর্ঘদিন রোগে ভুগতে থাকলে আস্তে আস্তে রোগীর মানসিক সমস্যার সৃষ্টি হতে থাকে। ফলে রোগী বোকা, হাবাগোবা হয়ে যায়। সবকিছু ভুলতে থাকে, উৎকণ্ঠা বাড়তে থাকে, ভয় ভয় ভাব চলে আসে এবং সে অন্যায় সহ্য করতে পারে না, প্রচন্ড রেগে যায়। অন্যের প্রতি সহানুভূতিশীল হয়। অন্যের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না।টেনশন বেশি, আপনজন বাড়ির বাহিরে থেকে ফিরতে দেরী হলে অত্যন্ত টেনশন করে, পায়চারি করে, বার বার ফোন করে, জানালায় গিয়ে বার বার দেখতে থাকে। অন্যায় মোটেও সহ্য করতে পারে না, অন্যায়ের প্রতিবার করা এদের অভ্যাস, সব ক্ষেত্রে নেতৃত্ব দেয়ার চেষ্টা করে। অত্যন্ত সহানুভূতিশীল, দয়ামায়া বোধ খুব বেশি, অন্যের দুঃখ কষ্টে ঝাঁপিয়ে পড়ে।