BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সরকারি টেন্ডারের শর্ত ভঙ্গ, বিল অব এন্ট্রি জালিয়াতি ও শিপমেন্টে ভুয়া তথ্য প্রদান—এসব গুরুতর অপরাধ প্রমাণিত হওয়ার পরও নতুন নতুন দরপত্রে অংশ নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেডিকিট করপোরেশন। ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে এমআরআই ও সিটিস্ক্যান সরবরাহে জালিয়াতির অভিযোগ থাকলেও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং নতুন আরও পাঁচটি দরপত্রে অংশগ্রহণ করেছে প্রতিষ্ঠানটি—যা ঘিরে উঠেছে প্রশ্নের ঝড়।২০২৩ সালের জুলাই মাসে হাসপাতালের ‘জিডি-১০’ প্যাকেজের আওতায় ৩৭ কোটি ৯৮ লাখ টাকায় ভারী যন্ত্রপাতি সরবরাহের কাজ পায় মেডিকিট। শর্ত ছিল—যন্ত্রের উৎপত্তি, উৎপাদন ও শিপমেন্টের দেশ এক হতে হবে, এবং তা হতে হবে জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো বা নরওয়ে থেকে। কিন্তু মেডিকিট শিপমেন্ট করে সিঙ্গাপুর থেকে এবং এই বিষয়টি আড়াল করতে কাগজপত্রে সিঙ্গাপুরের নাম মুছে ফেলে।এই জালিয়াতি ধরা পড়ে বিল অব এন্ট্রির যাচাইয়ের সময়। ধরা পড়ে কনসাইনের স্থানে সিঙ্গাপুর শব্দ মুছে দেওয়ার প্রমাণ। প্রমাণ হাতে পেয়েও কেবল কারণ দর্শানোর নোটিশ দিয়ে অভিজ্ঞতা সনদ বাতিল করা হয়—কোনো তদন্ত কমিটি হয়নি, হয়নি কালো তালিকাভুক্তিও।