BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বিনোদন ডেস্ক:সন্ধ্যা ৬টা। বিছানায় হেলান দিয়ে বসে আছেন দীপিকা পাড়ুকোন। সদ্য ঘুম থেকে উঠে একটু নিঃশ্বাস নেওয়ার ফুরসত পেয়েছেন। মা হওয়ার সাত মাস পর এখন জীবন কেবল নিজের নয়—সবকিছু ঘিরে ছোট্ট এক প্রাণ, কন্যা দুয়া।বলিউডের সবচেয়ে আলোচিত ও শক্তিশালী তারকাদের একজন তিনি। কান থেকে মেট গালা—সব লালগালিচায় দীপিকা। লুই ভুইতোঁ আর কার্তিয়েরের মুখ, আবার ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। তবু আজকের দীপিকা এক অন্য মানুষ—সাদা টি-শার্ট, কালো পায়জামা, makeup ছাড়া মুখে মৃদু হাসি। তিনি এখন ‘মা’।মা হওয়ার পরের দীপিকা ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কন্যা দুয়া জন্ম নেয়। সহজ ছিল না সে পথ। জটিল গর্ভাবস্থা, কঠিন প্রসব—সব পেরিয়ে সেই ছোট্ট মুখ প্রথমবার দেখার অনুভূতি এখনও তাঁর স্মৃতিতে গেঁথে আছে।