লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় আকস্মিক এক ঝড়ে কয়েকটি গ্রামের শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত তিনজন।
রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের কয়েকটি গ্রামের ওপর দিয়ে হঠাৎ বয়ে যায় প্রবল ঝড়। এতে টিনের ছাউনি উড়ে যায়, গাছপালা উপড়ে পড়ে এবং বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
আহতরা হলেন বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)। বর্তমানে তারা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, বৃষ্টি চলাকালীন হঠাৎ শুরু হওয়া ঝোড়ো হাওয়ায় অনেক ঘরের টিন উড়ে যায় এবং আধাপাকা বাড়িগুলো ভেঙে পড়ে। অল্প সময় স্থায়ী হলেও ঝড়ে মধ্য শ্রুতিধর ও চর নোহালীসহ কয়েকটি গ্রামের অন্তত শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন বলেন, “মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।”
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জাকিয়া খাতুন জানান, “ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খবর পেয়েছি। তদন্ত টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত সরকারি সহায়তা দেওয়া হবে।”
মন্তব্য করার জন্য লগইন করুন!