দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আই আজ (১ অক্টোবর) ২৬ বছর পূর্ণ করে ২৭ বছরে পদার্পণ করল। প্রতিষ্ঠাবার্ষিকীতে এবার কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও দিনভর টেলিভিশন পর্দায় থাকছে নানান আয়োজন।
১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করেছিল চ্যানেল আই। বরাবরের মতো এবারও বিশেষ আয়োজনে উদ্যাপন করছে প্রতিষ্ঠানটি। তবে এবারের জন্মদিনে প্রাঙ্গণে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কেক কাটার ব্যবস্থা রাখা হয়নি।
এবারের স্লোগান—‘আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ২৭-এ’। দিনভর প্রচারিত হবে নানা অনুষ্ঠান, নাটক ও চলচ্চিত্র।
দিনের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে প্রচারিত হয় ‘আজকের সংবাদপত্র’-এর বিশেষ পর্ব। সকাল সাড়ে ৭টায় প্রচারিত হয় ‘গান দিয়ে শুরু’, যেখানে গান পরিবেশন করেন ফেরদৌস আরা, রফিকুল আলম, আবিদা সুলতানা ও অণিমা রায়।
এছাড়া সকাল ১০টায় ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব, বেলা ১১টা ৫ মিনিটে শাইখ সিরাজের অনুষ্ঠান ‘আলোছায়ার শ্বেতপত্র’, দুপুরে ‘তারকা কথন’-এ অতিথি হিসেবে থাকেন মেহজাবীন। বিকেলে প্রচারিত হয় অনন্য মামুন পরিচালিত শাকিব খানের সিনেমা ‘দরদ’।
সন্ধ্যায় ‘সেই টেলিভিশন এই টেলিভিশন’ অনুষ্ঠানে অংশ নেন তারিক আনাম খান, মোহসিনুল হাকিম ও জালালউদ্দিন। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হয় সৈয়দ শাকিল পরিচালিত নাটক ‘ফরেস্ট হিলের এক দুপুরে’।
রাত ৯টা ৪০ মিনিটে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘ফার্স্ট টেপ’, যেখানে ১৯৯৯ সালের ১ অক্টোবর চ্যানেল আইয়ের প্রথম সম্প্রচার স্মরণ করা হবে। অংশ নেবেন ইমদাদুল হক মিলন, গীতালি হাসান, ঈশিতা, আগুনসহ আরও অনেকে।
দিনের শেষ ভাগে রাত ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনায় ‘ফিরে দেখা প্রকৃতি ও জীবন’ অনুষ্ঠান।
এর আগে, ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রচারিত হয় প্রয়াত শিল্পীদের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘যে গান গেয়েছিলেম’ এবং ‘তারকা কথন’-এর বিশেষ পর্ব ‘তারায় তারায় তারকা কথন’।
মন্তব্য করার জন্য লগইন করুন!