সাইফুল ইসলাম,কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলার ঘুগরাকাটি গ্রামের শিশু শ্রেণির ছাত্রী সামিরার নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এ ঘটনায় আজ (৩ সেপ্টেম্বর) সকালে ঘুগরাকাটি বাজারে গ্রামবাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিশু সামিরাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং নিখোঁজ সামিরার সন্ধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
নিখোঁজ শিশু সামিরার বাবা বলেন, গত ২৬ আগস্ট বিকেল ৫.৩০ মিনিটে সামিরা বাসা থেকে তার চাচা নসরুল্লাহ চায়ের দোকানে যায়।যা ঘুগরাকাটি বাজারে অবস্থিত।এরপর থেকে পরিবারের সদস্যরা সামিয়াকে খুজে পাচ্ছে না।২৭/৮/২৫ তারিখে সামিরার পরিবারের পক্ষ থেকে কয়রা থানায় একটি জিডি করা হয়, যার জিডি নং ১১৪৫,।কিন্তু ৭ দিন অতিবাহিত হওয়ার পর ও এখনো সামিরাকে খুজে পাওয়া যায়নি।মেয়ের শোকে সামিয়ার বাবা- মা পাগলের মত ছুটে বেড়াচ্ছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় এখনো পর্যন্ত প্রশাসনিক কোন সহযোগিতা তারা পায়নি।
মানববন্ধনে এলাকাবাসী, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সবাই এক কণ্ঠে সামিয়ার দ্রুত সন্ধান কামনা করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহবান জানান।
গ্রামবাসীরা জানিয়েছেন, এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে তারা ধারাবাহিক কর্মসূচি পালন করবেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!