নিজস্ব প্রতিবেদক |
রাজধানীর গাবতলী গবাদিপশুর হাটে ইজারা নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বুধবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কার্যালয়ে হঠাৎ অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক রুবেল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সকাল ১১টার দিকে ডিএনসিসিতে অভিযান শুরু হয় এবং সেখানে ইজারা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়।
ইজারায় অনিয়ম: কাগজপত্র জব্দ, নীতিমালার ব্যত্যয় খতিয়ে দেখা হচ্ছে
দুদক কর্মকর্তারা প্রথমে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে গাবতলী হাটের ইজারা প্রক্রিয়া সংক্রান্ত সব নথি সংগ্রহ করেন।
ডিএনসিসির প্রশাসক বলেন—
"দুদক স্বপ্রণোদিত হয়ে তদন্তে নেমেছে, আমরা তাদের সহযোগিতা করছি। ইজারায় নীতিমালার ব্যত্যয় হয়ে থাকলে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
‘নীতিমালার সঙ্গে বিরোধ রয়েছে’ — বললেন দুদক কর্মকর্তা
দুদকের সহকারী পরিচালক রুবেল হাসান অভিযানের বিষয়ে সাংবাদিকদের জানান—
"গাবতলী হাটের ইজারা নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগ যাচাই-বাছাই করতেই অভিযান চালানো হয়েছে। ইজারা প্রক্রিয়ায় কিছু অসঙ্গতি মিলেছে।"
তিনি আরও জানান—
"ডিএনসিসি প্রশাসক ইতিমধ্যে ইজারা স্থগিত করেছেন এবং খাস আদায় চালু রেখেছেন। সিটি করপোরেশনের ইজারা নীতিমালা ও বিপিপিএর (বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথোরিটি) নীতিমালার মধ্যে কিছু বিরোধ রয়েছে।"
পরবর্তী গন্তব্য গাবতলী হাট
অভিযান শেষে দুদক কর্মকর্তারা জানান, তাঁরা গাবতলী পশুর হাটে সরেজমিন পরিদর্শনে যাবেন। অভিযানে সহকারী পরিচালক আবদুল মালেক ও উপসহকারী পরিচালক এম এম তাহের অংশ নেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!