আবু রাসেল সুমন, ব্যাুরো প্রধান:খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির মাটিরাঙায় জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙলবার(৫আগষ্ট) বিকাল সাড়ে তিনটার দিকে মাটিরাঙা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিজয় মিছিল ও আলোচনার সভার আয়োজন করা হয়।
বিজয় র্যালিটি বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়।বিজয় মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মাটিরাঙা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল।
সভায় বক্তব্য রাখেন, খাগাড়ছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহাম্মদ চৌধুরী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম বদি প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, ছাত্র -জনতার গণঅভ্যুত্থান ছিল এই দেশের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার নিশ্চিত করতে দেশে অবাধ ও নিরেপক্ষ নির্বাচনের পথে হাঁটতে হবে। আমরা শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই এবং আজকের এই দুঃশাসনের বিরুদ্ধে একই রকম গণআন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।
এসময় ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত করে তোলেন সমাবেশ স্থল।
সমাবেশে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি মো. তাজুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাঠোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক মো. গিয়াসউদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আরিফুর রহমান পাটোয়ারী সজল, সদস্য সচিব নাজির রহমান মঞ্জু, মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের আহবায়ক নুর মোহাম্মদ রাব্বি ও সদস্য সচিব আব্দুর রহমান রানা ছাড়াও মহিলাদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
মন্তব্য করার জন্য লগইন করুন!