বাপ্পি চৌধুরী : ১৯৭৫-এর ১৫ ই আগস্ট আত্মদানকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার পরিবারের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,রাজধানীর জাতীয় প্রেসক্লাব এর তৃতীয় তলায় আব্দুস সালাম হলে।
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী তথা জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ২৮ আগস্ট, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ (মুসপ) এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব হাসান- উজ-জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা জনাব ইকবাল সোবাহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন ইতিহাসবিদ ও গবেষক অধ্যাপক মেজবাহ কামাল। আলোচনায় আরো আশগ্রহণ করেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক জনাব মালিক খসরু,মুসপ এর ভাইস চেয়ারম্যান ড. নিমচন্দ্র ভৌমিক, মেজর রেজাউল করিম রেজা, মোহম্মাদ ইউনুস, এড. নাজমা কাউসার, কোষাধ্যক্ষ ওমর আলী, যুগ্ম মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ডা. খালেদ শওকত আলী, সাংগঠনিক সচিব এনামুল হক আবুল মাহমুদুর রহমান খোকন, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আয়ুব ভূইয়া, সাংস্কৃতিক সচিব মোহাম্মদ মহসিন, ঢাকা মহানগর সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন প্রমুখ।

প্রধান অতিথি জনান ইকবাল সোবহান চৌধুরী বলেন, " জাতির পিতাসহ ১৫ আগস্ট মর্মান্তিক হত্যাকাণ্ডের সঠিক বিচার সম্পন্নের লক্ষে একটি কমিশন গঠন অপরিহার্য।
" অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক মেজবাহ কামাল বলেন, বঙ্গবন্ধুর সমগ্র জীবনের স্বপ্ন ছিল শোষণ ও বঞ্চনামুক্ত রাস্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা।
সভাপতির বক্তব্যে মাজেদা শওকত আলী বলেন, জাতির পিতার দ্বিতীয় বিপ্লবের কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে একটি শোষণমুক্ত সমাজ ও অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের লক্ষে আমরা অঙ্গীকারবদ্ধ ।
মন্তব্য করার জন্য লগইন করুন!