মাসুম পারভেজ ।। চাঁদপুর প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশের ন্যায় চাঁদপুরেও জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ২৩ শে জুলাই বুধবার চাঁদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সরকারের সকল আইনি সংস্থা সজাগ ও সোচ্চার রয়েছে। এই পদ যাত্রা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলেই।

চাঁদপুর জেলা থেকে ২৩ শে জুলাই বুধবার সকাল দশটায় এনসিপির পদযাত্রা শুরু হবে। এনসিপির এই জুলাই পদযাত্রা শান্তিপূর্ণভাবে সমাপ্ত করতে রাষ্ট্রের সকল স্তরের গোয়েন্দা শাখা নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
আজ মঙ্গলবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের এ কর্মসূচির কথা জানালেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাহবুব আলম
মন্তব্য করার জন্য লগইন করুন!