রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে চলমান মাসব্যাপী ইসলামি বইমেলার সময়সীমা বাড়ানো হয়েছে আগামী ১৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
বিস্তারিত:
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বইমেলা বাস্তবায়ন কমিটি এবং বাংলাদেশ সৃজনশীল ইসলামি পুস্তক প্রকাশক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে বইমেলার মেয়াদ এক সপ্তাহ বাড়ানো হয়েছে। দর্শনার্থীরা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা উপভোগ করতে পারবেন।
ইসলামিক ফাউন্ডেশনের সচিব ও ইসলামি বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ মুর্শিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেলা চলাকালীন সময় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলা বজায় রেখে প্রচার-প্রচারণা অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য ও রুহামা পাবলিকেশনের প্রকাশক রফিকুল ইসলাম বলেন, “জাতীয় মসজিদের পবিত্র পরিবেশ বজায় রেখে বই বিক্রি ও সাংস্কৃতিক কার্যক্রম নির্বিঘ্ন করতে আমরা সবার সহযোগিতা কামনা করছি। এই সময় বৃদ্ধি পাঠক, লেখক ও প্রকাশকদের জন্য সুফল বয়ে আনবে।”
গত ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ইসলামি বইমেলায় ১৯৯টি স্টল রয়েছে। এতে ইসলামিক ফাউন্ডেশনসহ দেশের নামকরা ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান ছাড়াও মিসর, লেবানন ও পাকিস্তানের প্রকাশকরা অংশ নিয়েছেন।
মেলায় রয়েছে লেখক কর্নার, ফুড কর্নার, আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন। ইসলামি বইপ্রেমীদের মিলনমেলায় পরিণত এই আয়োজন সময় বৃদ্ধির ফলে আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এছাড়া, যারা সরাসরি মেলায় আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন ইসলামি বইমেলার আয়োজন করেছে জনপ্রিয় বুকশপ রকমারি, যেখানে বইতে ৩০–৭০% পর্যন্ত ছাড় ও বিশেষ গিফট ভাউচারের ব্যবস্থা রয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!