আবু রাসেল সুমন ব্যাুরো প্রধান :খাগড়াছড়ি।।
স্বল্পব্যয়ে প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসা সেবা পৌঁছে দিতে খাগড়াছড়ির মাটিরাঙায় শুভ উদ্বোধন হয়েছে মাটিরাঙা মেডিকেল সেন্টার ক্লিনিক্যাল ল্যাবরেটরি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্নে দোয়া ও মাহফিলের মাধ্যমে প্রধান অতিথি হয়ে মেডিকেল সেন্টারের উদ্ধোধন করেন ফার্মাসিষ্ট খলিলুর রহমান।
উদ্ভোধনী অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম বলেন,স্বল্প ব্যয়ে নির্ভুল চিকিৎসার প্রত্যয়ে এই এলাকায় আধুনিক, সাশ্রয়ী এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। মাটিরাঙা উপজেলার মানুষের জন্য স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এই মেডিকেল সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
বনশ্রী কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন,সময়ের সাথে সাথে সকল কিছু র পরিবর্তন হলেও এই এলাকার মানুষের স্বাস্থ্যসেবার কোন পরিবর্তন হয়নি।এ মেডিকেল সেন্টার হওয়ার ফলে স্বল্প আয়ের লোকজন চিকিৎসার জন্য জেলা শহর বা ঢাকা চট্টগ্রাম যেতে হবে না, এখানে সকল পরিক্ষা নিরিক্ষা ও বিশেজ্ঞ ডাক্তার চেম্বার রয়েছে। ভালো পরীক্ষা নিরীক্ষা করে নির্ভুল রিপোর্ট দিতে পারলেই মানুষের সেই আস্থা অর্জন করা সম্ভব হবে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সালাউদ্দিন বলেন,
টাকা উপর্জনই শেষ কথা নয়। স্বল্প ব্যয়ে উন্নত সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছি। চিকিৎসা খাতে আমরা বৈপ্লবিক পরিবর্তন করতে চাই। আমরা বিশ্বের উন্নত মানের মেশিনের মাধ্যমে এখানে পরীক্ষা নিরীক্ষা করবো।
টাকার অভাবে কারো চিকিৎসা বন্ধ থাকবে না এবং মানুষকে ভালো সেবা দেওয়ার মাধ্যমে আস্থা অর্জন করতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা, ঔষধ কোম্পানির বিপনন প্রতিনিধি, শিক্ষক, গনমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মন্তব্য করার জন্য লগইন করুন!