লক্ষণ বর্মন নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে অতিসম্প্রতি ঘটে যাওয়া একটি টনসিল অপারেশনের সময় ভূল চিকিৎসার অভিযোগে ৬ বছরের নিষ্পাপ শিশুর আকস্মিক মৃত্যুে নরসিংদী সহ সারাদেশবাসি শোকে শোক্ত। সেখানে ঘাতক চিকিৎসকদের পরিবারসহ নরসিংদীর চিকিৎসকদের এমন বৃকিত চিত্তবিনোদনে সারা দেশবাসীকে বাকরুদ্ধ, শোকে মৃহমান দেশবাসি, সাংবাদিক মহল, প্রশাসনসহ সুশীল সমাজ এমন অনুষ্ঠান আয়োজনকে নিন্দা জানাচ্ছে।
জানাযায়, গত ২৮ আগস্ট রাতে পৌর শহরের হেমেন্দ্র সাহার মোড় এলাকার লাইফ কেয়ার হাসপাতালে টনসিল অপারেশনের পর মারা যায় রাহা মনি। সে রায়পুরা উপজেলার হাঁটুভাঙা গ্রামের নিজামুল হক ও তানিয়া আক্তার দম্পতির একমাত্র সন্তান।
ঘটনার পর রাতেই নরসিংদী সদর হাসপাতালের এনেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. সুদীপ সাহা ও নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. তন্ময় করকে পুলিশ আটক করে। তবে পরে ভোররাত ৬ টার দিকে স্বাচিপ, ড্যাব ও সাসের সদস্যরা তাদের ছাড়িয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
আরোও জানাযায়, আইনগত প্রক্রিয়া শুরুর আগেই প্রভাবশালী চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহসভাপতি ও সোসাইটি অব এনেসথেস্টিক এন্ড সার্জন, (সাস) এর সভাপতি ডা. আবদুল্লাহ আল মাসুদ ও সার্সের সাধারণ সম্পাদক ডা. নাহিদুল ইসলামের হস্তক্ষেপে অভিযুক্ত চিকিৎসকরা মুক্তি পান।
এদিকে মুক্তি পাওয়ার পর শনিবার (৬ সেপ্টেম্বর) গাজীপুর জেলার কালীগঞ্জের উলুখোলা এলাকায় নরসিংদী জেলা ড্যাবের সহসভাপতি ও সাসএর সভাপতি ডা. আবদুল্লাহ আল মাসুদ ও নেতৃত্বে কালব রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে "এসো মিলি বন্ধনে, চিকিৎসকরা সব এক সাথে" এই শ্লোগান নিয়ে শরৎ উদযাপন ও কিছু চিকিৎসক মেলার আয়োজন করা হয়। এই আনন্দ-আয়োজন ও পিকনিকে অংশ নিয়েছেন সাস ও স্বাচিপ। সাসের এই পিকনিক হয়ে উঠেছে সাস ও স্বাচিপের পূর্নবাসন ও মিলন মেলা। এসময় ড্যাবের নেতৃবৃন্দ এই মিলন মেলায় উপস্থিত ছিলেন। এছাড়াও দুই ঘাতক চিকিৎসক তাদের পরিবার-পরিজন নিয়ে প্রফুল্লচিত্ বিনোদনে মত্ত হন। তবে, নরসিংদীর সিভিল সার্জন মনে করছেন, পতিত স্বৈরাচারের দোসর স্বাচিপের সদস্য পূর্ণ প্রতিষ্ঠিত করতেই কালব রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে আজকের এই আয়োজন।
শরৎ উদযাপন ও চিকিৎসক মেলায় উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি ডা. হাসান আল জামী, দপ্তর সম্পাদক ডা. শাহারিয়ার খান, সমাজ কল্যাণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম ভূইয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ডা. মো. আসাদুজ্জামান সুমন, মহিলা বিষয়ক সম্পাদক ডা. শারমিন জাহান নূপুর, নরসিংদী জেলার স্বাচিপ এর যুগ্ম আহবায়ক ডা. সুখরজন, সাবেক জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাজ্জাদুল হক অপু, ডা. রাবেয়া মাহমুদ, অসিম কুমার ভৌমিক, ডা. সুবিনয় কৃষ্ণ পাল, ডা. এস এম ইতেশামুল হক, ডা. অসিম কুমার সাহা ডা. আসাদ এ খান, ডা. মোঃ নুরুজ্জামান, ডা. এসএম কামরুজ্জামান, ডা. কান্তি মন্ডল, ডা. মাহমুদুল কবীর বাসার, ডা. আমিনুল ইসলাম জুয়েল, ডা. ফজলে রাব্বী, ডা. মাইনুল হক চিশতী, ডা. মোঃ নাজিম উদ্দীন, ডা. সীমান্ত বণিক, ডা. আশিক রহমান রন, ডা. আরিফুল শুভ, ডা. মাশকায়াত নিলয় ডা. জাকির হোসেন সজীব, ডা. রোজী সরকার, ডা. মো. নাসিম আল ইসলাম, ডা. সাইফুল ইসলাম ও ডা. কাজী নাজমা বেগমসহ আরোও অনেকে।
নিহত শিশু রাহা মনির নিকট আত্মীয় ফজলুল হক বলেন, শিশু রাহা মারা গেছে আজকে ৮ দিন। বলতে গেলে এখনো তার রক্তের দাগও শুকায়নি। এ অবস্থায় চিকিৎসকদের এই আনন্দ আয়োজনকে প্রহসন ছাড়া আর কিছুই নয়।
শিশুটির বাবা নিজামুল হক বলেন, “আমরা আমাদের একমাত্র সন্তানকে হারালাম, আমরা ক্ষতিপূরণ কি পেলাম সেইটা বড় নয়? ডাক্তাররা হয় মানবিক, কিন্তু আমাদের সন্তান ৮দিন হল এরমধ্যে জানতে পারলাম নরসিংদীর ডাক্তাররা আনন্দ করতে চলে গেছে। বিষয়টি খুবই দুঃখ জনক।
লাইফ কেয়ার হাসপাতালের পরিচালক ফজলুল কাদের বলেন, অপারেশনের পর শিশুর অবস্থা খারাপ হয়ে গেলে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেন, তবে শেষ পর্যন্ত তাকে ঢাকায় নেওয়ার আগেই মৃত্যু হয়।
এ ব্যাপারে ড্যাবের সভাপতি ডা. ডাক্তার হাসান আল জামি বলেন যখন এই ঘটনা ঘটেছিল তখন আমি দেশে ছিলাম না তাই এ বিষয়ে আমি অবগত নই।
এ ব্যাপারে সাসের সভাপতি ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন,আসলে আজকের অনুষ্ঠানটা সাসের। এখানে স্বাচিবের কোন সদস্য নেই আর যদিও বা কেউ থাকে তবে তারা কেউ মঞ্চে উঠবে না।

সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল ইসলাম শামীম বলেন গত পরশু সাসের কয়েকজন নেতৃবৃন্দ এসে আমাকে আজকের প্রোগ্রামের দাওয়াত দেয়।তারা যে মুহূর্তে এসে আমাকে দাওয়াত দেয় এই শেষ সময় অনুষ্ঠানটি বন্ধ করার কথা আমার কাছে ঠিক মনে হয়নি এতে নানান জন নানান মন্তব্য করতে পারে। তাই এই অনুষ্ঠানের বিষয়ে আমি তাদেরকে কিছুই বলিনি। তবে শুনেছি অনুষ্ঠানে প্রতি তোর স্বৈরাচারী সরকারের কয়েকজন ধূসর উপস্থিত থাকবেন। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলব ড্যাব ও সার্সের সদস্যদের একই অনুষ্ঠানে স্বাচিবের সদস্যদের সাথে উপস্থিত থাকাটা সমচীন নয়। তবে আমার মনে হয় এই অনুষ্ঠানের মাধ্যমে
স্বাচিবের সদস্যরা চিকিৎসক সমাজে পূর্ণবাসিত হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!