হুমায়ুন কবির, রাণীশংকৈলঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে
উপজেলার নেকমরদ বাজার বড় মসজিদ এলাকায় ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১২০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃতরা হলেন,বালিয়াডাঙ্গী উপজেলার পিতাইচুড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৭), কিসমত পলাশবাড়ী মালদহিয়াপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে নুরজামাল(২৮), একই গ্রামের মতিউর রহমানের ছেলে রাজিউর রহমান (২২) ও দক্ষিণ পাড়ুয়া গ্রামের দবিরুল হকের ছেলে মোতালেব হক (২২)।

এরা সকলেই বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা। সূত্র জানায়, ঠাকুরগাঁও ওসি ডিবি মামুন অর রশিদের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ৪ মাদক কারবারিকে আটক করে। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক এদিন বিকেল ৪ টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!