চাঁদপুর থেকে :মো রাব্বি ঢালী
চাঁদপুর, ১৬ জুলাই ২০২৫: আজ ভোররাতে চাঁদপুর সদর থানাধীন উত্তর শ্রীরামদী কোড়ালিয়া এলাকায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ৭৫ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও অংশ নেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আজ বুধবার (১৬ জুলাই ২০২৫) ভোর ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর থানাধীন উত্তর শ্রীরামদি কোরালিয়া গ্রামের গাজী বাড়িস্থ মান্নান গাজীর (৩৭) দখলীয় বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে একটি পলি জিপার প্যাকেটে থাকা ৭৫ (পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে মান্নান গাজীকে (৩০)। তার পিতার নাম মৃত ইউনুস গাজী এবং মাতার নাম সাফিয়া বেগম। তিনি উত্তর শ্রীরামদি, কোড়ালিয়া (গাজী বাড়ি), ওয়ার্ড নং-০৮, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর সদর থানার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, 'ক' সার্কেলের পরিদর্শক মো: আহসান হাবীব এই অভিযানের বাদী হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী চাঁদপুর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জনাব জিয়া উর রহমান মহোদয়সহ ২০ জন সেনা সদস্য উপস্থিত ছিলেন, যা অভিযানের গুরুত্ব তুলে ধরে।
আটককৃত মান্নান গাজীর বিরুদ্ধে চাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়া চলমান রয়েছে
মন্তব্য করার জন্য লগইন করুন!