দেশে প্রতি বছরই উন্নয়ন প্রকল্পের সংখ্যা বাড়ছে। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়িত হলেও শেষ হওয়ার পর সেগুলো কতটা কার্যকর হলো, জনগণ কতটা উপকৃত হলো বা ব্যয় কতটা স্বচ্ছভাবে হয়েছে—এসব প্রশ্নের জবাব পাওয়া যায় প্রকল্প সমাপ্তি প্রতিবেদনে (পিসিআর)। কিন্তু আইনের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সময়মতো এই প্রতিবেদন জমা দেন না অনেক প্রকল্প পরিচালক (পিডি)। এতে সরকারের উন্নয়ন কার্যক্রমের জবাবদিহি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর তথ্য অনুযায়ী, গত তিন অর্থবছরে (২০২১-২২ থেকে ২০২৩-২৪) সমাপ্ত হওয়া ৯৪৯ প্রকল্পের মধ্যে ২১৮টির পিসিআর জমা হয়নি। এর মধ্যে ২০২১-২২ অর্থবছরে ২৭টি, ২০২২-২৩ অর্থবছরে ৭১টি এবং সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে ১২০টি প্রকল্পের পিসিআর জমা পড়েনি।
আইন অনুযায়ী প্রকল্প শেষ হওয়ার তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে চার-পাঁচ বছর পেরিয়ে গেলেও অনেক প্রকল্পের পিসিআর পাওয়া যায়নি। আইএমইডির কর্মকর্তারা জানান, অনিয়ম-দুর্নীতি আড়াল এবং কাজের মান নিয়ে প্রশ্ন এড়াতেই অনেক পিডি ইচ্ছাকৃতভাবে প্রতিবেদন জমা দেন না।
মন্তব্য করার জন্য লগইন করুন!