ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু ভিপি (সহসভাপতি) নির্বাচনে এমন এক দৃশ্য দেখা গেছে, যা শিক্ষার্থীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। তিনজন প্রার্থী মাত্র একটি করে ভোট পেয়েছেন। তাঁদের মধ্যে কেউ নিজের ভোট দেননি নিজেকে, আবার কেউ সেই অচেনা ভোটারকে খুঁজে বেড়াচ্ছেন।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন মাত্র একটি ভোট। মজার ব্যাপার হলো, নিজের ভোট তিনি অন্য একজন প্রার্থীকে দিয়েছিলেন। ফলে এখন তিনি জানতে চান, কে তাঁকে ভোট দিয়েছেন। রাকিবুল মজা করে ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, সেই নারী ভোটারকে খুঁজে পেলে তিনি তাঁকে বিয়ে করবেন।
রাকিবুল প্রথম আলোকে বলেন, তাঁর দীর্ঘদিনের ইচ্ছে ছিল ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করা। ভিপি পদে দাঁড়ানোর মূল লক্ষ্য ছিল পরিচিতি পাওয়া। তাই নিজের ভোটও তিনি প্রিয় প্রার্থীকে দিয়েছেন।
একইভাবে, রাকিবুলের বন্ধু ও একই বিভাগের শিক্ষার্থী সুজন হোসেনও প্রতিদ্বন্দ্বিতা করে একটি ভোট পেয়েছেন। তিনি বলেন, “ইতিহাসের অংশ হওয়ার জন্যই প্রার্থী হয়েছিলাম। জানতাম, কেউ ভোট দেবে না। আমি নিজের ভোটও নিজেকে দিইনি। এখন ভাবছি, সেই এক ভোট কে দিল!” তৃতীয় এক ভোট পাওয়া প্রার্থী ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র রাসেল হক। তাঁর প্রতিদ্বন্দ্বিতার ফলও একই—মাত্র একটি ভোট।

৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদে মোট ৪৫ জন প্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে ২৩ জনের প্রাপ্ত ভোট ১০-এর কম। এর বাইরে দুজন প্রার্থী পেয়েছেন ১০টি ভোট। অন্যদিকে, ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে বিজয়ী হন। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান—৫ হাজার ৭০৮।
মন্তব্য করার জন্য লগইন করুন!