চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর! চলতি আগস্ট মাসে মাত্র দুই দিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলতে পারে টানা পাঁচ দিনের লম্বা ছুটি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সরকারের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে এবং দিনটি থাকবে সাধারণ ছুটি। এ দিবসকে জাতীয় ও আন্তর্জাতিক দিবসের ‘ক’ শ্রেণিভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এই সাধারণ ছুটির পর পরই আসছে নিয়মিত সাপ্তাহিক ছুটি—শুক্র ও শনিবার (৮ ও ৯ আগস্ট)। এভাবে তিন দিনের ছুটি তো নিশ্চিতই। আর যদি কেউ ৬ ও ৭ আগস্ট, অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে ছুটি নিতে পারেন, তাহলে তারা পেয়ে যাবেন টানা ৫ দিনের বিশ্রামের সুযোগ—৫ আগস্ট (মঙ্গলবার) থেকে ৯ আগস্ট (শনিবার) পর্যন্ত।
এ সুযোগ কাজে লাগিয়ে অনেকেই ঘরোয়া ভ্রমণ বা আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করছেন। তবে যারা ছুটি ম্যানেজ করতে পারবেন না, তাদের জন্য তিন দিনই যথেষ্ট বিশ্রামের মুহূর্ত হতে পারে।
মন্তব্য করার জন্য লগইন করুন!