আবু রাসেল সুমন ব্যাুরো প্রধান: খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে সেনা অভিযান চলাকালে পালানোর সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে মগ লিবারেশন পার্টির সশস্ত্র বিভাগের প্রধান 'কংচাইঞো মারমা’ নিহত হয়েছে।
শুক্রবার (১৫ আগষ্ট ) সকাল ৯টার দিকে খাগড়াছড়ি পৌরসভার শান্তিনগর এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত কংচাইঞো মারমা’র (৩১) মহালছড়ি উপজেলার অংসাজাই মারমার ছেলে।
একটি সূত্র জানিয়েছেন, নিহত কংচাইঞো মারমা’ মগ লিবারেশন পার্টির পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলের সশস্ত্র বিভাগের প্রধান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সুত্রে জানা যায়, পৌরসভার শান্তিনগর এলাকায় সেনাবাহিনীর কয়েকটি গাড়ির উপস্থিতি দেখতে পায় এলাকাবাসী,ঐ এলাকার একটি ভাড়া বাসায় অস্ত্রধারী সন্ত্রাসী কংচাইঞো মারমার অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের বেশ কয়েক রাউণ্ড গুলির শব্দ শোনা যায়। এক পর্যায়ে একটি দুই তলা বিশিষ্ট ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পালানোর সময় কংচাইঞো মারমাকে আহত অবস্থায় উদ্ধার করে। এসময় তার কাছ থেকে একটি ৯ মি. মি. পিস্তল এবং ৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী।
নিরাপত্তা বাহিনী সুত্রে জানায়, খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকার একটি ভাড়া বাসায় সশস্ত্র সন্ত্রাসীর উপস্থিতি রয়েছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি দুইতলা বাড়ির ছাঁদ থেকে লাফিয়ে পড়ে গেলে সেনাবাহিনী আহত অবস্থায় তাকে আটক করে হাসপাতালে নিয়ে যান।
পরে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দিপা ত্রিপুুরা জানান, সকাল দশটার পর সেনাবাহিনী একজনকে নিয়ে আসে। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়। তার শরীরে উচু অংশ থেকে পড়ে যাওয়ার আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্ত রিপোর্টে জানা যাবে বলেও তিনি জানান।
বাড়ির মালিক সুজিত দে জানান, দেড় বছর আগে তার দুইতলা বাড়ির নিচের তলা ভাড়া নেন কংচাইঞো মারমা। তার স্ত্রী, ছেলে ও মেয়ে থাকতেন বাসায়। মাঝেমধ্যে কংচাইঞো মারমা চট্টগ্রাম থেকে এসে পরিবারের সাথে থাকতেন। তার মেয়ে জেলা শহরের ইংলিশ ভয়েস স্কুলে পড়াশুনা করছে। এর বেশি কিছু জানাতে পারেননি বাড়ির মালিক।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, হাসপাতাল থেকে বিষয়টি জানানোর পর পুলিশ সুরতহাল করছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে এ ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছুই জানানো হয়নি। অভিযান এখনো চলমান রয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে সূত্র জানায়।
এদিকে আরেক বিশ^স্ত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টার দিকে খাগড়াছড়ির মানিকছড়ির গাড়িটানা এলাকা থেকে দেশীয় তৈরী ২টি এলজি,৫ রাউন্ড এ্যামনেশান,ওয়াকিটকি সেট ও আরেক গুরুত্বপূর্ণ সরঞ্জামসহ ১ যুবককে আটক করে। পরে তার দেয়া তথ্যে খাগড়াছড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোন। খাগড়াছড়ি অভিযানে ১টি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড বুলেট উদ্ধার করা হয় বলে জানা যায়।
মন্তব্য করার জন্য লগইন করুন!