প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইসি কারও প্রভাবে চলে না, নিরপেক্ষভাবে কাজ করে। শাপলা প্রতীক নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, এটি কমিশনের নিজস্ব সিদ্ধান্ত।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন।
শাপলা প্রতীক ইস্যুতে তিনি বলেন, নাগরিক ঐক্যকেও প্রতীকটি দেওয়া হয়নি। তখন আলোচনা হয়নি, এখন এনসিপিকে কেন্দ্র করে কেন এত কথা হচ্ছে? প্রতীক বরাদ্দ দেওয়া বা না দেওয়ার বিষয়ে ইসি কারও কাছে ব্যাখ্যা দেবে না। কোনো দল বা জনগণ চিঠি দিতে পারে, তাতে সমস্যা নেই। তবে ইসি স্বাধীনভাবে কাজ করে, কারও নির্দেশে নয়।
সিইসি আরও বলেন, সব দল নির্বাচনের আগে সমঝোতায় আসবে বলে আশা করছেন। বর্তমানে এমন কোনো পরিস্থিতি নেই যেখানে রাজনৈতিক দলগুলো নিয়ম ভাঙার ইঙ্গিতে মাঠে নেমেছে। কমিশন ভোটের পরিবেশ নিশ্চিতে সর্বশক্তি নিয়োজিত করবে।
তিনি জানান, নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে ইসি স্বচ্ছতা বজায় রাখতে চায়। যেসব দলের বিষয়ে নতুন আপত্তি এসেছে, তাদের ব্যাপারে পুনরায় যাচাই চলছে।
প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতেও কমিশন কাজ করছে বলে জানান সিইসি। তিনি বলেন, রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে ইসি। ঐতিহাসিক নির্বাচন আয়োজনই কমিশনের লক্ষ্য।
মন্তব্য করার জন্য লগইন করুন!