ইলিশের প্রজনন সুরক্ষা ও উৎপাদন বাড়াতে আজ শনিবার (৪ অক্টোবর) থেকে শুরু হয়েছে সরকার ঘোষিত ২২ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা। এ সময় কেউ ইলিশ ধরতে, বিক্রি করতে, পরিবহন বা মজুত করতে পারবে না।
চাঁদপুরসহ দেশের বিভিন্ন নদীতে ইলিশ আহরণ বন্ধ রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।
নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার উদ্দেশ্যে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স। জেলা প্রশাসনের নেতৃত্বে নদীপাড়ের জেলে ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এই ২২ দিনের নিষেধাজ্ঞার ঘোষণা দেন।
নিষেধাজ্ঞা চলাকালে দেশের ৩৭ জেলার ১৬৫ উপজেলার প্রায় ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে সরকার থেকে সহায়তা দেওয়া হবে। প্রতিটি পরিবার পাবে ২৫ কেজি করে চাল, যা ইতোমধ্যে বরাদ্দ প্রক্রিয়া শুরু হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!