BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আবু রাসেল সুমন, ব্যাুরো প্রধান :খাগড়াছড়ি।। গাজীপুরে প্রকাশ্যে দিবালোকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম ভাবে হত্যা ও দ্রুত গ্রেপ্তারপূর্বক বিচারের দাবীতে খাগড়াছড়িতে পেশাজীবী গণমাধ্যমকর্মীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৮ আগষ্ট) সকাল ১১ দিকে পেশাজীবি গণমাধ্যমকমীদের উদ্যােগে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।এর আগে প্রেসক্লাব প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসসহ অন্যান্য সংবাদকর্মীরা ।সভায় বক্তরা বলেন, সাংবাদিকদের জীবন আজ চরম ঝুঁকিতে। সত্য প্রকাশ করলেই পরিণত হচ্ছেন নানা সমস্যার। চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি ও ভূমিদস্যুরা যে যেখানে পারছে, গড়ে তুলছে নিজেদের রাজত্ব। আর যারা এই অপরাধের বিরুদ্ধে কলম ধরছে, তাদের মুখ চিরতরে বন্ধ করে দিতে মরিয়া হয়ে উঠেছে অপরাধী চক্র। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার মধ্যদিয়ে দৃর্বৃত্তরা আবারো প্রমান করে দিলো গণমাধ্যম ও মুক্ত চিন্তার ওপর নগ্ন হামলা।একজন সাংবাদিকের হ-ত্যা-র মানে, একটি সমাজের কণ্ঠরোধ। নষ্ট হয়ে যাবে সাংবাদিকতার ভিত্তি। বিলীন হবে গণমাধ্যমের স্বাধীনতা। ধ্বংস হবে জনগণের অধিকার ও ন্যায়বিচার।