বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়া। প্রায় আট লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন দেশটিতে। তবে শ্রমবাজারে অবস্থান শক্ত হলেও বাণিজ্যে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিশেষ করে উচ্চ শুল্ক বাধার কারণে মালয়েশিয়ায় পণ্য রপ্তানিতে আশানুরূপ অগ্রগতি হচ্ছে না।
বাংলাদেশি ব্যবসায়ীরা মালয়েশিয়ায় পণ্য রপ্তানির ক্ষেত্রে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক দিচ্ছেন। অথচ ভারত, চীন ও পাকিস্তানের মতো প্রতিযোগী দেশগুলো মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) থাকার কারণে শুল্কমুক্ত বা কম শুল্কে পণ্য রপ্তানি করছে। ফলে বাংলাদেশি পণ্য প্রতিযোগিতায় টিকতে হিমশিম খাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, দ্রুততম সময়ের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে এফটিএ করা জরুরি।
বর্তমানে বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ২৮০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করছে মাত্র ২৫-৩০ কোটি ডলারের পণ্য, যা মোট বাণিজ্যের মাত্র ৮-১০ শতাংশ। বিপরীতে মালয়েশিয়া বাংলাদেশে রপ্তানি করছে তেল, ইলেকট্রনিকস, রাসায়নিক, সার, নির্মাণসামগ্রীসহ বিভিন্ন পণ্য। বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, ভোক্তাসামগ্রী ও সিরামিকস।
বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ার ভোক্তা বাজার অনেক বড়। দেশটিতে সাড়ে তিন কোটি মানুষের পাশাপাশি ২১ লাখের বেশি বিদেশি কর্মী আছেন, যাদের মধ্যে আট লাখ বাংলাদেশি। এ বাজার ধরতে পারলে রপ্তানি বহুগুণ বাড়ানো সম্ভব।
বিশেষ করে মালয়েশিয়ার হালাল খাদ্যপণ্যের বাজার বিশাল— যার আকার প্রায় ৫০ বিলিয়ন ডলার। প্রতিবছর দেশটি ২০ বিলিয়ন ডলারের বেশি হালাল পণ্য আমদানি করে। অথচ বাংলাদেশ থেকে হালাল পণ্যের রপ্তানি মাত্র ৪-৫ কোটি ডলারের মতো। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক বাধা না থাকলে বাংলাদেশ এখানেই ৫ বিলিয়ন ডলারের বাজার ধরতে পারবে।
বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ নিয়ে প্রায় এক দশক ধরে আলোচনা হলেও এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে সাম্প্রতিক সময়ে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এরই মধ্যে এফটিএ আলোচনার জন্য টার্মস অব রেফারেন্সের খসড়া তৈরি করা হয়েছে। ২০২৫ সালের মাঝামাঝি আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা বলেন, “এখানে আমাদের বাজার সম্ভাবনা প্রচুর, কিন্তু শুল্ক সহজীকরণ ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। রপ্তানি বাড়াতে এফটিএ ছাড়া বিকল্প নেই।”
মন্তব্য করার জন্য লগইন করুন!