মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি মরমন গির্জায় বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক এলাকায় মরমন গির্জায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, হামলাকারী প্রথমে গাড়ি নিয়ে গির্জার ভেতরে ঢুকে পড়ে। এরপর অ্যাসল্ট রাইফেল থেকে গুলি চালিয়ে ভবনে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের মধ্যে হামলাকারীকে গুলি করে হত্যা করে। প্রাথমিকভাবে দুজনের প্রাণহানির খবর পাওয়া গেলেও পরে ধ্বংসস্তূপ থেকে আরও দুটি লাশ উদ্ধার করা হয়। এতে নিহতের সংখ্যা দাঁড়ায় চারজনে। আহত হয়েছেন আটজন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, হামলাকারীর নাম থমাস জ্যাকব সানফোর্ড (৪০)। তিনি সামরিক অভিজ্ঞতাসম্পন্ন ছিলেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। তারা হামলাটিকে ‘লক্ষ্যনির্ধারিত সহিংসতা’ হিসেবে বিবেচনা করছে।
ঘটনার সময় গির্জার ভেতরে শত শত মানুষ অবস্থান করছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলাটিকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন এবং সহিংসতা দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন।
১৮৩০ সালে প্রতিষ্ঠিত মরমন গির্জার বর্তমানে সারা বিশ্বে লাখো অনুসারী রয়েছে। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই আগ্নেয়াস্ত্র সহজলভ্য হওয়ায় বন্দুক সহিংসতা বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!